তেলআবিবে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত এভেনজি কোরনিচুক এই অনুরোধ রেখেছেন। খবর দ্য হিলের।
মার্কিন গণমাধ্যম ‘দ্য হিল’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র হচ্ছে একমাত্র দেশ, যার কথা ইসরাইল শুনবে।
সে ক্ষেত্রে ওয়াশিংটনের উচিত, তার ঘনিষ্ঠ মিত্র ইসরাইলের ওপর প্রভাব বিস্তার করা এবং রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তেলআবিব যেন তা মেনে চলে সে বিষয়টি নিশ্চিত করা।
কোরনিচুক আরও বলেন, গণতান্ত্রিক বিশ্ব যে অবস্থান নিয়েছে, তার থেকে ইসরাইলের যে ভিন্ন অবস্থান, সে ধারায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা জরুরি।
কোরনিচুক স্বীকার করেন, ইসরাইলের সঙ্গে তার দেশের সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে বেশ কিছু ইতিবাচক ঘটনা ঘটেছে, যার কারণে ইসরাইল সম্প্রতি ক্ষেপণাস্ত্র সতর্কীকরণ ব্যবস্থা দেওয়ার কথা জানিয়েছে।
তবে ইউক্রেন ইসরাইলের কাছ থেকে আরও কিছু আশা করে। ইউক্রেনের রাষ্ট্রদূত বলেন, কিয়েভ ইস্যুতে রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক সহযোগিতা রয়েছে।
এ কারণে ইসরাইল তার অবস্থানে পরিবর্তন আনবে এবং ইউক্রেনকে সামরিক সহায়তা দেবে বলে তিনি আশা করেন
আরও পড়ুন