মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৯:২২ পূর্বাহ্ন

হাসপাতালে ভর্তি আমির খানের মা

অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৪৩ বার পঠিত

বলিউড অভিনেতা আমির খানের মা জিনাত হুসেন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

সম্প্রতি কিছুদিন ধরেই সেলিব্রেশনের মুডে দেখা যাচ্ছে না আমির খানকে। অনেকেই ভেবেছিলেন লাল সিং চড্ডার ব্যর্থতার জেরে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। তবে পরে জানা গেল তার মায়ের অবস্থা গুরুতর।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আমির খান এবং তার পুরো পরিবার দিওয়ালিতে পঞ্চগনীর ফার্ম হাউজে ছিলেন। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন আমিরের মা। তারপরই তড়ঘড়ি মাকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যান। তারপর থেকে সারাক্ষণ মাকে আগলে রাখছেন আমির।

শুরুতে পরিবারের লোকদেরও সেভাবে মায়ের অসুস্থতার খবর জানাননি আমির। তবে এখন মায়ের শরীর অনেকটা ভালো। সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করছে ঠিকঠাক।

উল্লেখ্য, আমির খান প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তাহির হুসেন ও জিনাতের ছেলে। তার এক ভাই ফয়সাল খান। চলতি বছরের জুন মাসে মায়ের জন্মদিন পালন করেন আমির।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..