মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১১:০৭ অপরাহ্ন

ডলফিনের সঙ্গে মেহজাবীন

অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৪৭ বার পঠিত

বিদেশে ঘুরছেন নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ফেসবুকে তার ওয়ালে গেলে সেটা বোঝা যায়। আর সেই ঘোরাঘুরির ছবি শেয়ার করছেন ফেসবুকে।

শনিবারও ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন মেহজাবীন। ছবিগুলো মেক্সিকোর সমুদ্র তীরবর্তী গ্র্যান্ড ওসিস কানকুন হোটেল ও রিসোর্টে তোলা। এরমধ্যে যে ছবিটি সবচেয়ে বেশি নজরে এসেছে সেটি ডলফিনের সঙ্গে তোলা।

ছবিতে ডলফিনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে দেখা গেছে ঢাকা শোবিজের এই তারকাকে। ডলফিন মেহজাবীনের গাল ছুঁয়ে দিচ্ছে, মেহজাবীনও ডলফিনকে আদর করে ঠোঁট ছুঁয়ে দেন।

ছবির ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘আমার বন্ধু ওউম-এর সঙ্গে পরিচিত হও।’

সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অংশ নেন মেহজাবীন, তানজিন তিশা, তাসনিয়া ফারিণসহ দেশের বেশ কয়েকজন তারকা। অনুষ্ঠান শেষে তারা একসঙ্গে ঘুরছেন, ছবি তুলছেন। সেই ছবি শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..