বুধবার, ০৭ জুন ২০২৩, ০৯:৩৬ অপরাহ্ন

‘ও থাকলে ২টি ম্যাচই জিততাম’

অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৪৪ বার পঠিত

শিরোপার দাবি নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ দিয়েছিল পাকিস্তান। আর সেই দলেরই এখন সেমিফাইনাল অনিশ্চিত।

প্রথমে ভারত ও পরে জিম্বাবুয়ের কাছে হেরে গ্রুপ টেবিলে বাংলাদেশের নিচে অবস্থান বাবর আজমদের। পয়েন্টের খাতা শূন্য।

দলের এমন করুণ পরিস্থিতিতে বাবর আজমদের ধুয়ে দিচ্ছেন পাকিস্তানের সাবেক তারকারা।  হতাশা আর ক্ষোভে পুড়ছেন দলটির সমর্থকরাও।

বাবরের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে।

এমন আবহে পাকিস্তানের সাবেক তারকা আকিব জাভেদ হতাশার সুরে বললেন ‘ও থাকলে দুটি ম্যাচই জিততাম আমরা’।

কাকে একাদশে না রাখার ফল ভুগছে পাকিস্তান?  আকিব জাভেদের দাবি, সেই খেলোয়াড় হলেন শোয়েব মালিক।

জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আকিব জাভেদ বলেন, ‘শোয়েব মালিক যদি পাকিস্তান দলে থাকতেন, তবে শুধু জিম্বাবুয়েকেই নয় ভারতকেও হারিয়ে দিত বাবর আজমরা।  টি-টোয়েন্টির জন্য সবচেয়ে আদর্শ ক্রিকেটার শোয়েব মালিক।  সে সব থেকে বেশি ফিট এবং ওর ম্যাচ অ্যাওয়ারনেস সবার থেকে বেশি।’

বিশ্বকাপের দুটি ম্যাচেই অল্পের জন্য হার মেনেছে পাকিস্তান।  দুটিতেই শেষ ওভারে জয়-পরাজয় নিশ্চিত হয়।

সে কারণেই সাকেব তারকাদের দাবি, এক্ষেত্রে বাবর আজমদের অ্যাওয়ারনেস থাকলে এমন টাইট ম্যাচ নিজেদের অনুকূলে টেনে নিতে পারত পাকিস্তান।

উল্লেখ্য, বয়সকে কেবল সংখ্যা বানিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেকে নির্ভরযোগ্য পারফরমার হিসেবে প্রতিষ্ঠা করেছেন শোয়েব মালিক।  পাকিস্তানের ঘরোয়া লিগে দারুণ খেলেছেন তিনি।  যে কোনো মুহূর্তে পাকিস্তান দলের জন্য নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত তিনি।  এ বিষয়ে নির্বাচক, কোচ ও অধিনায়ক বাবর আজমের সঙ্গে আলাপও করেছিলেন।

কিন্তু কিছুই কাজে লাগেনি। তারুণ্য নির্ভর দল গঠনে বাদ পড়েন এ অভিজ্ঞ অলরাউন্ডার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..