শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৫:১৯ অপরাহ্ন

ছুটি নিয়ে বাড়ি এসে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ২২ বার পঠিত
দুই মাস হয়েছে ব্যাংকে চাকরি পেয়েছেন। সাপ্তাহিক ছুটিতে বাড়ি এসেছিলেন মা-বাবাকে দেখতে। কিন্তু আর কর্মস্থলে ফেরা হলো না হৃদয় ছত্রীর (২৮)। সড়কেই প্রাণ গেল তার। আজ শনিবার (০১ এপ্রিল) সকালে মৌলভীবাজারের কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের হলিছড়া নামক এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে সিলেটে ফিরছিলেন হৃদয়। সকালে কুলাউড়া থানা থেকে টেলিফোন আসে বাড়িতে কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের হলিছড়া নামক এলাকায় তার রক্তাক্ত লাশ পাওয়া গেছে। খবর পেয়ে পরিবারের লোকজন কুলাউড়া থানায় গিয়ে লাশ শনাক্ত করেন।

আরো পড়ুন: রায়পুর উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসে দুদকের অভিযান

নিহতের চাচা কাজল ছত্রী বলেন, দুই মাস আগে ব্যাংকে চাকরি পায় ভাতিজা। সাপ্তাহিক ছুটি থাকায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে এসেছিল। শনিবার সকালে কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনায় সে মারা যায়।

কুলাউড়া থানার ওসি আব্দুস সালেক বলেন, ধারণা করা হচ্ছে, বৃষ্টিতে সড়ক ভেজা থাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে কোনো গাড়ির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..