রবিবার, ২৮ মে ২০২৩, ০৪:৫৬ পূর্বাহ্ন

বিএনপি নেতার ছয় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ২৯ বার পঠিত

বড় ভাইয়ের জানাজায় অংশ নিতে ছয় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।শনিবার বেলা ১টা ৩০ মিনিটে রাজধানীর আজিমপুর ছাপড়া মসজিদে তার বড় ভাই মীর আরশাদ আলীর জানাজা অনুষ্ঠিত হবে।বড় ভাইয়ের জানাজায় অংশ নেয়ার জন্য কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বেলা ১১টা হইতে বিকেল ৫টা পর্যন্ত ছয় ঘণ্টার জন্য সপুকে মুক্তি দেয়া হয়েছে।বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।পারিবারিক সূত্র জানায়, মীর সরাফত আলী সপুর বড় ভাই অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা মীর আরশাদ আলী শুক্রবার (৩১ মার্চ) দুপুরে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

আরো পড়ুন: রাশিয়ায় ইভান গার্শকোভিচ নামের আমেরিকান এক সাংবাদিককে গ্রেপ্তার

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ঢাকার ধানমন্ডি শংকর এলাকার বাসা থেকে সপুকে আটক করে পুলিশ।পরে পুলিশকে লাঞ্ছিত করা এবং সরকারি কর্মকর্তাকে দায়িত্ব পালনে বাধা দেয়ার অভিযোগে হাজারীবাগ থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। যদিও মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) সপুর নাম ছিল না।গত ১৬ ফেব্রুয়ারি ওই মামলায় তিনি জামিন পান। জামিনে কারামুক্ত হওয়ার আগে রমনা থানায় নাশকতার অভিযোগে দায়ের হওয়া আরেক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সেই মামলায় গত ২০ মার্চ আদালত তার জামিন মঞ্জুর করেন।জামিন মঞ্জুর হওয়ার পরে মীর সরফত আলী সপুকে জেলগেট থেকে গ্রেফতার করা হয়।

আরো পড়ুন: বাখমুতের ইউক্রেনের সৈন্যরা পালিয়েছে,গুরুত্বপূর্ণ কারখানার নিয়ন্ত্রণে রুশ সেনা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..