আজ রাজধানীসহ সারা দেশে বিএনপির দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট টাইম :
শনিবার, ১ এপ্রিল, ২০২৩
-
৩৩
বার পঠিত
যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ শনিবার রাজধানীসহ সারা দেশে মহানগর ও জেলা সদরে দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপিসহ সমমনা দলগুলো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগ দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি যৌথভাবে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করবে। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায়, নয়াপল্টনের পরিবর্তে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কর্মসূচি হবে।দলের কেন্দ্রীয় দপ্তর থেকে জানানো হয়, রাজধানী ছাড়াও আর সব সাংগঠনিক মহানগর ও জেলা সদরে একই সময় এই অবস্থান কর্মসূচি পালন করা হবে। এসব কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।এ ছাড়া ‘১২ দলীয় জোট’ বিজয়নগর পানির ট্যাংকের সামনে, বাংলাদেশ লেবার পার্টি ও সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট আলাদাভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং গণতান্ত্রিক বাম ঐক্য পল্টন মোড়ে অবস্থান কর্মসূচি পালন করবে। এসব কর্মসূচি শুরু হবে সকাল ১১টায়।
আরো পড়ুন: সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার পণ্য বিক্রয় কার্যক্রম শুরু
বিকেল ৩টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) পান্থপথে দলের কার্যালয়ের সামনে এবং বিকেল ৪টায় ‘গণফোরাম-পিপলস পার্টি’ আরামবাগে গণফোরাম চত্বরে দুই ঘণ্টার গণ-অবস্থান কর্মসূচি পালন করবে।এদিকে আলোচনা না করে কর্মসূচি ঘোষণা করায় কয়েকটি সমমনা দল ক্ষুব্ধ বিএনপির ওপর। এর পরিপ্রেক্ষিতে যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক গণতন্ত্র মঞ্চ বিএনপি ঘোষিত ১ এপ্রিল শনিবার দেশের সব মহানগর ও জেলায় অবস্থান কর্মসূচি পালন না করার সিদ্ধান্ত নিয়েছে। আরেক শরিক ১২ দলীয় জোট কর্মসূচি আংশিক পালন করবে।গণসংহতি আন্দোলন আজ সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সমাবেশ করবে। গণ-অধিকার পরিষদ গণমাধ্যমের স্বাধীনতা, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, র্যাব হেফাজতে নওগাঁয় সুলতানা জেসমিনের মৃত্যু এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজ বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে।
আরো পড়ুন:নির্মাণাধীন সেতু থেকে পড়ে মৃত্যু ১
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..