শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৪:৪৬ অপরাহ্ন

জাবি শাখা ছাত্র অধিকার পরিষদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ২৯ বার পঠিত

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার বার্ষিক সম্মেলন -২০২৩ অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৬ মার্চ) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা।সম্মেলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক জিসান মাহমুদের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্যে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব বলেন, ”বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। সেই ধারাবাহিকতায় কেন্দ্রীয়, ঢাবিসহ জাবির কমিটিও সম্মেলনের মাধ্যমে হয়েছে। ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা ও নিরাপদ শিক্ষাঙ্গনের জন্য নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে।

আরো পড়ুন: কন্যাসন্তানের বাবা হলেন মেটা প্রধান মার্ক জাকারবার্গ

এছাড়াও এসময় সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান অতিথি গণঅধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক ফারুক হাসান, বিশেষ অতিথি শাকিল উজ-জামান, জাকারিয়া পলাশ, এড. তৌফিক শাহরিয়ার, জে. আবেদিন, নাজমুস সাকিব, এড. শওকত হোসেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জহির ফয়সাল ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ প্রমুখ।

আরো পড়ুন: আফ্রিকান দল মরক্কোর কাছে হেরেছে পাঁচবারের শিরোপাজয়ী ব্রাজিল

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..