দু-তিনটি সমাবেশ এবং কিছু লোক সমাগম করে বিএনপি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দু-তিনটা সমাবেশ করে মির্জা ফখরুলের ভাবখানা এমন যে, ক্ষমতায় এসেই গেছে। এত সোজা নয়, এত সোজা নয়। খেলা হবে, খেলা হবে। রাজপথে খেলা হবে। আন্দোলনে খেলা হবে। ডিসেম্বরে বিজয়ের মাসে খেলা হবে। আগামী নির্বাচনে খেলা হবে। দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। লুটপাটের বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে খেলা হবে। কথায় কথায় শুধু ঢল নামে। জনস্রোত তো এখনো দেখেননি। ডিসেম্বরে সমুদ্রের গর্জন শুনতে পাবেন। একটু অপেক্ষা করুন-লোকের ঢল কাকে বলে দেখবেন।
মঙ্গলবার রাজধানীর খিলগাঁওয়ে খিলগাঁও থানা এবং ১, ২, ৩ ও ৭৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতাদের তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামানোর পরামর্শ দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এই ভূত বাংলার মানুষ নিষিদ্ধ করেছে। উচ্চ আদালত নিষিদ্ধ করেছেন। আর তত্ত্বাবধায়ক চিন্তা করে লাভ নেই। মির্জা ফখরুল ক্ষমতার রঙিন খোয়াব দেখছেন। এখনো দেখেননি, কত ধানে কত চাল। সময় আসছে বুঝিয়ে দেব।
রিজার্ভ নিয়ে বিএনপি নেতাদের মন্তব্যের কঠোর সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, তারা কোন মুখে রিজার্ভের কথা বলে। রিজার্ভ আমরা ৪৮ বিলিয়ন ডলারে নিয়ে গেছি। এখন বৈশ্বিক সংকটের কারণে ৩৬ বিলিয়ন ডলার। বিএনপির রিজার্ভ কত ছিল? বিএনপির সময়ে ৪.৮ অর্থাৎ ৫ বিলিয়নও ছিল না। বিদ্যুৎ নিয়ে বিএনপির সমালোচনারও জবাব দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিদ্যুৎ নিয়ে হায়রে কাণ্ড। দৌড় রে দৌড়। বেশি দূরে নয়। শনির আখড়ার দৌড়। ভুলে গেছেন?
সংবিধানের কোনো পরিবর্তন হবে না জানিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন সংবিধান পরিবর্তন করবে। ডিসেম্বরে বুঝিয়ে দেব সংবিধান পরিবর্তনের দুঃসাহস কী করে হলো।
মহানগর আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের সম্মেলন শেষে দ্রুত কমিটি গঠনের নির্দেশনা দিয়ে ওবায়দুল কাদের বলেন, দলের শৃঙ্খলা মানতে হবে। দলটাকে বাঁচান। কমিটি করতে টাকা লাগবে না। এটা বিএনপির হতে পারে। আওয়ামী লীগ এই প্র্যাকটিস করতে পারে না। টাকা-পয়সা নিয়ে মনোনয়ন, টাকা-পয়সা নিয়ে কমিটি গঠন; এটা চিরতরে বন্ধ করতে হবে। এটা শেখ হাসিনার নির্দেশ। নিজেদের মধ্যে ঝগড়া বন্ধ করতে হবে। একজনের বিরুদ্ধে আরেকজনের নামে দুর্নাম বন্ধ করতে হবে।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সংসদ-সদস্য সাবের হোসেন চৌধুরী প্রমুখ। উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। সভাপতিত্ব করেন খিলগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি শরীফ আলী খান। উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগ নেতা শহীদ সেরনিয়াবাদ, গোলাম আশরাফ তালুকদার ও রিয়াজ উদ্দিন রিয়াজ।
আরও পড়ুন