শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৬:২৫ অপরাহ্ন

মাগুরা-যশোর সড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ২৪ বার পঠিত
মাগুরা-যশোর সড়কের মঘির ঢাল এলাকায় মঙ্গলবার (২০ মার্চ) সকালে যাত্রীবাহী বাস ও শ্যালো ইঞ্জিন চালিত একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সজিব শেখ (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। ১১ জন আহত হয়েছে। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শ্যালো ইঞ্জিন চালিত গাড়ির হেলপার নিহত সজিব শেখ শ্রীপুর উপজেলার মাঝাইল মান্দারতলা গ্রামের ওয়াজেদ আলী শেখের ছেলে।
মাগুরা হাইওয়ে পুলিশের ওসি লিয়াকত আলী জানান, ঘটনাস্থলেই নাটা (শ্যালো ইঞ্জিন চালিত) গাড়ির হেলপার সজিব শেখ নিহত হন। আহত হয় বাসযাত্রী ও নাটা গাড়ির শ্রমিকসহ ১১ জন। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..