নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গতকাল বৃহস্পতিবার নরওয়ের নোবেল পুরস্কার কমিটির এক প্রতিনিধিদল এই ইঙ্গিত দিয়েছে। গত বছরের সেপ্টেম্বরে উজবেকিস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে মোদি সরাসারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছিলেন, ‘এটা যুদ্ধের সময় নয়।’ ওই প্রসঙ্গ তুলে নরওয়ে নোবেল পুরস্কার কমিটির ডেপুটি চিফ অ্যাসলে তোজো জানান, মোদি রাশিয়া-ইউক্রেন সংকটের নিরসনে ভূমিকা পালন করেছেন।
আরো পড়ুন: উখিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত