মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:৩০ অপরাহ্ন

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৫ বার পঠিত

কক্সবাজারের উখিয়ার ঘাট কাস্টমস টিভি টাওয়ার এলাকায় পৃথক ২ টি সড়ক দুর্ঘটনায় শিশু সহ ৩ জন নিহত ও অন্তত ৪ জন আহত হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার ও রাত সাড়ে ৯ টার দিকে দুর্ঘটনা ২টি সংঘটিত হয়।শাহপরীর দ্বীপ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন সড়ক দুর্ঘটনায় নিহতের একজন বাংলাদেশী ও অপর দুজন রোহিঙ্গা নাগরিক। তন্মধ্যে ১জন শিশু রয়েছে।

আরো পড়ুন: উভয় লিঙ্গ নিয়ে ফেনীতে এক বিরল শিশুর জন্ম

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায় , কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া টিভি টাওয়ার এলাকায় ঢালুতে আলু ভর্তি পিকআপ ও গ্যাস ভর্তি ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যাক্তি পালংখালী ইউনিয়নের থাইংখালী তাজুনিমারখোলা এলাকার মৃত আবুল কাসেমের ছেলে ফারদ্দিন রাফি ( ৩০ )। আহত ২ ব্যাক্তিদের এখনো পরিচয় পাওয়া যায়নি। তাদেরকে উখিয়া হাসপাতলে ভর্তি করা হয়েছে।অপরদিকে একই স্থানে রাত ৯টার দিকে রোগী বহনকৃত অ্যাম্বুলেন্স উল্টে গিয়ে ২ জন রোহিঙ্গা নিহত হয়েছে । তন্মধ্যে একজন শিশু রয়েছে । আহত হয়েছে আরো দুইজন রোহিঙ্গা । তাদের পরিচয় পাওয়া যায়নি ।

শাহপরীর দ্বীপ হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজনেই নিহত হন। দুর্ঘটনা কবলিত গাড়ি ৩ টি জব্দ করা হয়েছে । আহতদেরকে দ্রুত উদ্ধার করে হাসপাতলে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন: পাঁচ সিটি করপোরেশনের ভোট করার সিদ্ধান্ত নিয়েছে ইসি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..