আরো পড়ুন: গোল বন্যায় ভাসিয়েছে ম্যানচেস্টার সিটি
আরো পড়ুন: গোল বন্যায় ভাসিয়েছে ম্যানচেস্টার সিটি
জরিপের তথ্য বলছে, তথ্য-উপাত্ত ব্যবহারকারীদের ৬১.২২ শতাংশ বিবিএসের ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করেন, যা অন্যান্য যোগাযোগ মাধ্যমের তুলনায় অনেক বেশি। সামগ্রিকভাবে প্রায় ৩৭.৫৩ শতাংশ উত্তরদাতা তথ্যের জন্য গত ২৪ মাসে দুই থেকে পাঁচবার বিবিএসের সঙ্গে যোগাযোগ করেছেন।
অনুষ্ঠানে প্রকল্প পরিচালক দিলদার হোসেন বলেন, এ ধরনের জরিপ বিবিএস প্রথমবারের মতো পরিচালনা করেছে। এ জরিপের নমুনার আকার ছিল ৬০৯ জন, যার মধ্যে ৫৮০ জন উত্তরদাতার তথ্য-উপাত্ত সংগ্রহ করা সম্ভব হয়েছে। সামগ্রিকভাবে বিবিএসের তথ্য সরকারি পরিসংখ্যান, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহূত হয়। সরকারি পরিসংখ্যান ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীদের ৪৬.৫৭ শতাংশ নির্দিষ্ট কোনো সময়সীমা অনুসরণ করেননি। এ ছাড়া বৈদেশিক বাণিজ্য পরিসংখ্যান ব্যবহারকারীদের ৭০.০৯ শতাংশ বিবিএসের মাধ্যমে প্রস্তুতকৃত সরকারি পরিসংখ্যানকে ‘উপযোগী’ এবং ১৭.০৯ শতাংশ ‘খুবই উপযোগী’ হিসেবে মত প্রকাশ করেন। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন বলেন, ‘এই জরিপের মাধ্যমে আমরা আমাদের দুর্বলতা, আপনাদের প্রত্যাশা ও চাহিদাগুলো জানতে পারলাম। আমাদের সীমাবদ্ধতা রয়েছে। তবু প্রত্যাশা, সামনের দিনে বিবিএস আরো ভালোভাবে কাজ করতে পারবে।’
আরো পড়ুন: মালাউইত ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাত