এর মধ্যে এটিএন নিউজের জাবেদ আখতারকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে রাজধানীর পান্থপথে বেসরকারি হাসপাতাল হেলথ অ্রান্ড হোপে নিয়ে যাওয়া হয়।
এলআরএফের নিন্দা
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সুপ্রিম কোর্ট বিটের সাংবাদিকদের সংয়গঠন ল’ রিপোর্টার্স ফোরাম-এলআরফ। বিভিন্ন সংবাদ মাধ্যমে পাঠানো সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণকে কেন্দ্র করে আইনজীবী সমিতি মিলনায়তনে দু’পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এ সংবাদ সংগ্রহে গণমাধ্যম কর্মীরা সেখানে ছুটে গেলে পুলিশ অতির্কিতে হামলা চালায়। গণমাধ্যম কর্মীদের পরিচয়পত্র এবং মাইক্রোফোন এবং ক্যামেরা থাকা স্বত্তেও হামলার হাত থেকে কেউ রেহাই পায়নি। পুলিশ সাংবাদিকদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং সংবাদ সংগ্রহে বাধা দেয়। হামলায় সাংবাদিকরা আহত হয়ে মিলনায়তন থেকে বেরিয়ে গেলেও দুজন ক্যামেরাম্যানকে আটকে রাখে পুলিশ। পরে তাদের উদ্ধার করা হয়।