তুলনায় গেলে আট বছর আগে-পরে বাংলাদেশের সামনে ইংল্যান্ডের একই নিয়তির মধ্যে কোনটিকে ছেড়ে কোনটি এগিয়ে থাকে, তা নিয়ে দ্বিধার অবসানও বোধ হয় করে দিল গত সন্ধ্যার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাঠে হারা ইংলিশদের তখনো সাদা বলের ক্রিকেট শ্রেষ্ঠত্বের পথে উত্তরণই শুরু হয়নি। আর এবার বাংলাদেশ সফরে আসার সময় তাদের গায়েই লেপ্টে ছিল ওয়ানডে এবং টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নের সোনালি রং। মাত্র চার মাস আগে অস্ট্রেলিয়ায় কুড়ি-বিশের বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরা সেই ‘ইংল্যান্ড লায়নস’ই কিনা এবার বাঘের হুঙ্কারে অসহায় আত্মসমর্পণের করুণ ছবি ফুটিয়ে তুলল। ১৬ রানের হারে বাংলার মাটিতে হলো হোয়াইটওয়াশ। এর আগে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতকে এই সংস্করণে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ এই প্রথমবার বড় শিকারকে টেনে নামাল মাটিতে।