মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:৪৬ অপরাহ্ন

যুক্তরাজ্য বিশ্বস্ত বন্ধু: জিএম কাদের

অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৪৮ বার পঠিত

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট সি ডিকসনের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাত করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

বুধবার সন্ধ্যায় ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। ব্রিটিশ হাই কমিশনার রবার্ট সি ডিকসন জাতীয় পার্টি চেয়ারম্যানকে স্বাগত জানান। এসময় জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু ও জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন।

বৈঠকে জাতীয় পার্টি চেয়ারম্যান ও ব্রিটিশ হাইকমিশনার বন্ধু প্রতিম দুটি দেশের পারস্পরিক সম্পর্কের কথা স্মরণ করেন। তারা দুটি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, বাংলাদেশের অগ্রগতিতে যুক্তরাজ্য বিশ্বস্ত বন্ধু।

এসময় ব্রিটিশ হাই কমিশনার রবার্ট সি ডিকসনের সঙ্গে ছিলেন পলিটিক্যাল কাউন্সিলর টম বার্গী ও হাই কমিশনের কর্মকর্তা তানভীর মাহমুদ।

আরও পড়ুন: বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হতে হবে: প্রধানমন্ত্রী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..