মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৭:৪৮ পূর্বাহ্ন

পাঁচ দফা দাবিতে শাখা ছাত্রলীগের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১২ বার পঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পাঁচ দফা দাবিতে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা মানববন্ধন করে।

আরো পড়ুনসব মহানগরে বিএনপির বিক্ষোভ

রবিবার (১২ মার্চ) সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ফার্মেসী বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাড়ে তিনশো নেতাকর্মী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে এই মানববন্ধনে অংশগ্রহণ করে।

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সভাপতি রাফিউল আলম দীপ্ত তার বক্তব্যে বলেন, ‘প্রক্টরের মদদপুষ্টে দত্ত হলের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহকে নৃশংস ভাবে আক্রমণ করে বহিরাগতরা। আমরা প্রক্টরের প্রত্যাহার চাই’

এসময় নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শারমিন মেঘলা বলেন, সম্প্রতি ক্যাম্পাসের বাহিরে সংঘটিত মারধরের ঘটনায় দায় না নিতে পারায় প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি চাই। বিশ্ববিদ্যালয় একটি মুক্ত চিন্তাধারা একটি স্থান। কিন্তু আমরা মুক্ত চিন্তাধারার প্রতিফলন করতে পারিনি। বিগত কয়েক মাসের ব্যবধানে আমরা দেখতে পাই প্রক্টর স্যারের প্রত্যক্ষ মদদে ক্যাম্পাস বারবার উত্তপ্ত হয়েছে।

উল্লেখ্য, পাঁচ দফা দাবি গুলো হলো, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেফতার, অছাত্র এবং বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা, আহত শিক্ষার্থী এনায়েত উল্লাহ এবং মো: সালমান চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, সার্বক্ষণিক নিরাপত্তা প্রদানপূর্বক নিরাপদ ক্যাম্পাস সুনিশ্চিত, এবং হামলায় ইন্ধনদাতা হিসেবে বিশ্ববিদ্যায়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীর অপসারণ।

আরো পড়ুননা হওয়া সিনেমার তালিকা দীর্ঘ হচ্ছে শাকিব খানের ছবি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..