মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বরাই এলাকার বড় মাইছাবাড়ির মিরেশ্বরাই মসজিদ কেন্দ্রিক তাবলীগ জামায়াতের দুই পন্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দ্বিতীয় দফার ঘটনাটি ঘটেছে শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যার পরে। এর পূর্বেও বুধবার প্রথম দফায় সংঘর্ষ হয়।
আরো পড়ুন: ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার
পরবর্তীতে একটি গ্রুপ মসজিদের চাঁদা দেয়া বন্ধ করে দেয়। চাঁদা বন্ধ করে দেয়াকে কেন্দ্র করেই মারামারির ঘটনা দিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। এই ঘঠনায় জড়িতদের মধ্যে থেকে পুলিশ উভয় পক্ষের ৩জনকে আটক করেছে। আটককৃতরা হলো রাসেল (৪০), ফয়সাল (৩০), রনি (৪০)। পরিস্থিতি শান্ত রয়েছে। মসজিদের ইমামের ৮মাসের বেতন ৫৬০০০ টাকা বকেয়া পড়েছে। মসজিদের মুসল্লিরা দুই গ্রুপ হওয়ার কারণে ইমাম সাহেবের বেতন বকেয়া পড়েছে।
উভয় পক্ষের আহতরা হলেন, জয়নাল আবেদীন (৬০), জনি (৩৫), দিপা (৩৬), লিজা (৩৯), আরমান (৩৩), মালেকা বেগম (৯০), সিদ্দিকুর রহমান (৬০), মোহর চান (৭৫), রিফাত হাসান (১৮), আরাফাত (২০), সুইচ গিয়ারে গুরুতর আহত রতন (২৮), জনি ইসলাম (৩৬), রাকিব (২৩)। আহতরা হলো আফসানা যে এক মাসের অন্ত:সত্তা রয়েছে। শুক্রবার রাতে আরাফত, রিফাত মুক্তা, মনি, মোহনের স্ত্রী জনিও পুন:রায় হামলায় অংশ গ্রহণ করে। আশ্রাফ (১৮) ও ছিদ্দিক চাপাডি ও সুইচ গিয়ার চাকু নিয়ে এই হামলা করে।
দ্বিতীয় দফায় মসজিদের মাসিক চাঁদা না দেয়া এবং তাবলীগের দুই পন্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের জের ধরে ফের দুই গ্রুপের সংঘর্ষে হতাশ এলাকাবাসী। সংঘর্ষে নারী-পুরুষসহ আহত অন্তত ১৫জন। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ৯৯৯ এ ফোন দিয়ে বুধবার আইনী সহায়তা নেয় একটি পক্ষ। তারা লিখিত অভিযোগও দেয়। অভিযোগের পরেও পুন:রায় শুক্রবার সন্ধ্যার পরে চাপাডি, সুইচ গিয়ার ছুরি, হকিস্টিক ও লাঠিসোটা নিয়ে দুই পক্ষের মধ্যেই সংঘর্ষ বাঁধে।
দিপা জানান, আসরের নামাজ আদায় করে মসজিদে ৪/৫জন মিলে গাস্ত করছিলেন। এমন সময় মোহর চান ও ছিদ্দিক মিলে তাদেরকে মারধর করতে করতে মসজিদ থেকে বের করে দেয়। এ বিষয়ে দিপার ভাই আরমান কেন মারতেছে জানতে চাইলে মোহন ও ছিদ্দিক জানায় তারা মসজিদের মাসিক চাঁদা দেয় না তাই তারা মসজিদে বসতে পারবে না। পরবর্তীতে চাদার খাতায় দেখা যায়, মোহন ও রাসেলের ১৮মাস ধরে বেতন বকেয়া।
মোহন, ছিদ্দিক, ফয়সাল, রাসেল আরাফাত পুন:রায় বাড়ি ঘরে হামলা চালায় এবং লুটপাট করে। এ সময় মাজেদা নামের ৭০ ও ৯০ বছর বয়স্ক মহিলারাও আহত হয়েছেন।
অভিযোগ উঠছে বড় মাইছা বাড়ির এই হামলার ঘটনার সময় দেড় ভরির একটি স্বর্ণের চেইন লুট করা হয়েছে। তিনদিন পূর্বে কানের দুল নিয়ে গেছে।
আরো পড়ুন: না হওয়া সিনেমার তালিকা দীর্ঘ হচ্ছে শাকিব খানের ছবি