শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৪:৫৮ অপরাহ্ন

১০ দফা আন্দোলন এখন বিএনপির একার নয়:বেগম সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৩০ বার পঠিত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ‘১০ দফা আন্দোলন এখন বিএনপির একার নয়, এটা এখন দেশের সকল মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। এই ১০ দফা আন্দোলনের মাধ্যমেই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে পদত্যাগে বাধ্য করা হবে। দেশের মানুষের এখন একটাই দাবি, অবৈধ সরকারকে পদত্যাগ করতে বাধ‌্য করা হবে। পাশাপা‌শি নির্দলীয় সরকারের অধীন নির্বাচন হতে হবে।

আরো পড়ুনবিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি, সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোসহ ১০ দফা দাবিতে বরিশালে শ‌নিবার (১১ মার্চ) অনুষ্ঠিত মানববন্ধন চলাকালীন সমাবেশে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি একযোগে পৃথক পৃথক স্থানে এই মানববন্ধনের আয়োজন করে। এর মধ্যে বরিশাল মহানগর বিএনপি নগরের সদররোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধনের আয়োজন করে। এখানে মানববন্ধনে নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান।

একই সময়ে নগরের জেল খানার মোড় এলাকায় মানববন্ধন করে উত্তর জেলা বিএনপি। এ মানববন্ধনে নেতৃত্ব দেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার। সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ। এ ছাড়া নগরের কাকলীর মোড় এলাকায় মানববন্ধন করে বরিশাল দক্ষিণ জেলা বিএনপি। এখানে নেতৃত্ব দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..