মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৯:৫৪ অপরাহ্ন

চট্টগ্রামের সীতাকুণ্ডে তুলার গুদামে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৪১ বার পঠিত
এবার চট্টগ্রামের সীতাকুণ্ডে তুলার গুদামে আগুন লেগেছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কুমিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের একটি তুলার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আরো পড়ুনবঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজনেস সামিট উদ্বোধন: প্রধানমন্ত্রী 

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে সীতাকুণ্ড, কুমিরা ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের মোট পাঁচটি ইউনিট কাজ করছে। আগুন অনেকটা নিয়ন্ত্রণে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানতে পারেনি ফায়ার সার্ভিস।

এর আগে ৪ মার্চ সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্লান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সাতজন নিহত হন। দগ্ধ ও আহত হয়েছেন অন্তত ২৫ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..