সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে সীতাকুণ্ড, কুমিরা ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের মোট পাঁচটি ইউনিট কাজ করছে। আগুন অনেকটা নিয়ন্ত্রণে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানতে পারেনি ফায়ার সার্ভিস।