শনিবার সকাল থেকে গফরগাঁওয়ের প্রত্যন্ত এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠেছে গফরগাঁওয়ের জনপদ । খন্ড খন্ড মিছিল নিয়ে স্টেশনে আসছেন শত শত নেতাকর্মী। আওয়ামী লীগ দলীয় সভানেত্রী, জননেত্রী শেখ হাসিনার ময়মনসিংহ বিভাগীয় জনসভায় যোগ দিতে দুপুর পর্যন্ত গফরগাঁও রেলওয়ে স্টেশন এলাকাসহ আশপাশ উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
আরো পড়ুন: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিদ্দিন গ্রেপ্তার
গফরগাঁওয়ের পৌরশহর ও ১৫টি ইউনিয়ন থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে গফরগাঁও রেলওয়ে স্টেশনে আসেন এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের অনুসারীরা। এ সময় নেতাকমীরা গফরগাঁওয়ের মাটি শেখ হাসিনার ঘাটি স্লোগানে মুখরিত করে তোলেন।
গফরগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমপি ফাহমী গোলন্দাজ বাবেল জানিয়েছেন ,স্মার্ট বাংলাদেশ নির্মাণের প্রত্যয়ে ময়মনসিংহ বিভাগীয় জনসভায় সকলের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই বার্তা শোনার জন্যই ময়মনসিংহের বিভাগীয় সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরাদের ভিড়ে শনিবার সকাল থেকেই গফরগাঁও রেলওয়ে ষ্টেশন, মশাখালী রেলওয়ে ষ্টেশন ও কাওরাইদ রেলওয়ে ষ্টেশন এলাকায় নেতাকর্মীদের ঢল নামে ।
আজকের ময়মনসিংহ বিভাগীয় সভা থেকে প্রধানমন্ত্রী দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। শনিবার প্রধানমন্ত্রী ৭৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ৩০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে সংসদ সদস্য প্রতিদিন প্রায় ২৫টি পথসভা, কমীসভায় অংশগ্রহণ করে উপজেলা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ও সাধারণ মানুষকে উজ্জীবিত করছেন। এসব পথসভায় শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড জনগনের কাছে তুলে ধরে শেখ হাসিনার জনসভায় যোগদানের আহ্বান জানিয়েছেন।
ময়মনসিংহ জেলা সেচ্ছাসেবকলীগ সহ সভাপতি পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন বলেন , গফরগাঁও থেকে ঢাকা-ময়মনসিংহ চলাচলকারী ময়মনসিংহমুখী বলাকা কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার, আন্তঃনগর তিস্তা, মহুয়া এক্সপ্রেস, আন্তঃনগর অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেন ও জনসভা উপলক্ষে ৪টি স্পেশাল ট্রেনসহ ৮টি ট্রেন বোঝাই হয়ে আওয়ামী ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সভায় যোগদিবেন ।
আরো পড়ুন: হাইপারসনিক মিসাইল হামলা চলছে ইউক্রেনজুড়ে