মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:৫৮ অপরাহ্ন

না হওয়া সিনেমার তালিকা দীর্ঘ হচ্ছে শাকিব খানের ছবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৮ বার পঠিত
ঘোষণা দিয়ে না হওয়া সিনেমার তালিকা দীর্ঘ হচ্ছে চিত্রনায়ক শাকিব খানের। ‘রাজকুমার’, ‘প্রিয়তমা’, ‘কবি’, ‘প্রেমিক’ সিনেমার পর এবার এই তালিকায় যুক্ত হয়েছে ‘শের খান’ও।

আরো পড়ুন:পার্লামেন্টে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব

গত দুই বছর ধরে শাকিব খানের নতুন কোনো সিনেমা শুরু হয়নি। আর যেসব ঘোষণা দিয়েছিলেন সেসবও একে একে তারিখ বদলাচ্ছে কিংবা না হওয়ার পথে যাচ্ছে।

গত নভেম্বরে শাকিব নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্ম ও কপ ক্রিয়েশনের ব্যানারে ‘শের খান’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। একাধিকবার শুটিং ডেট পরিবর্তন করে জানানো হয়েছিল মার্চে সিনেমাটির শুট শুরু হবে।

তবে এখন কপ ক্রিয়েশন বলছে, আপাতত হচ্ছে না ‘শের খান’। চলতি বছরের শেষ দিকে সিনেমাটির শুট শুরু হওয়ার সম্ভাবনা আছে। তবে ঠিক কী কারণে এখন সিনেমাটি হচ্ছে না সে প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানটি সুনির্দিষ্ট তথ্য জানায়নি।

‘শের খান’ পরিচালনার পাশাপাশি গল্প, চিত্রনাট্য এবং সংলাপ করছেন সানী সানোয়ার নিজেই। মুক্তির পরিকল্পনা ছিল ২০২৩ এর যেকোনো উৎসবে।

আরো পড়ুনশেখ হাসিনার সরকার জনকল্যাণে রাজনীতি করে: সেতুমন্ত্রী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..