ওমর সানী বলছেন, বাপ্পারাজ, আমার সাকসেস হওয়ার পেছনে যে কয়জন মানুষের অবদান আছে, তার মধ্যে বেশ অন্যতম এই ভদ্রলোক। ভীষণ দুষ্টু, ভীষণ মার্জিত, অসাধারণ শিল্পী এবং আমার আর মৌসুমীর জীবনে ভালো একজন বন্ধু।
সানী আরো বলেন, আমি যখন তার সামনে যাই তখন আমার বয়স মনে হয় ২২ বছর- ঠিক না বাপ্পা ভাই?
শুভ জন্মদিন শুভ জন্মদিন, হারানো প্রেম খুঁজি প্রেমগীতের মাধ্যমে।