শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০২:৫৭ পূর্বাহ্ন

বাপ্পারাজের অবদানে সফল ওমর সানী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৮ বার পঠিত
ওমর সানীর সফলতার পেছনে অবদান রয়েছে বাপ্পারাজের। নিজের ফেসবুক হ্যান্ডেলে সরাসরি এমনটাই জানালেন ঢাকাই সিনেমার এই অভিনেতা।প্রেমে ব্যর্থ হওয়ার চরিত্রে বাপ্পারাজের অভিনয় অনবদ্য, ব্যর্থ প্রেমিকের চরিত্রের অভিনয় নিয়ে এই সময়েও নেটিজেনরা কথা বলেন, আলোচনা করেন। সেই ‘ব্যর্থ প্রেমিক’ বাপ্পারাজই ওমর সানীর সফলতার নেপথ্য নায়ক- এমন কথা যখন ওমর সানী বলেন তখন সেটা গুরুত্বপূর্ণ কথাই বটে।

আরো পড়ুন:প্রকাশ্যে পেট্রল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়েছে যুবককে

আজ জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজের জন্মদিন। শুভেচ্ছা জানাতে গিয়ে এমন সহজ স্বীকারোক্তি দিলেন ‘আখেরি হামলা’খ্যাত অভিনেতা ওমর সানী।

ওমর সানী বলছেন, বাপ্পারাজ, আমার সাকসেস হওয়ার পেছনে যে কয়জন মানুষের অবদান আছে, তার মধ্যে বেশ অন্যতম এই ভদ্রলোক। ভীষণ দুষ্টু, ভীষণ মার্জিত, অসাধারণ শিল্পী এবং আমার আর মৌসুমীর জীবনে ভালো একজন বন্ধু।

সানী আরো বলেন, আমি যখন তার সামনে যাই তখন আমার বয়স মনে হয় ২২ বছর- ঠিক না বাপ্পা ভাই?
শুভ জন্মদিন শুভ জন্মদিন,  হারানো প্রেম খুঁজি প্রেমগীতের মাধ্যমে।

সম্প্রতি সুলতান’স ডাইন নিয়েও মন্তব্য করে আলোচিত হয়েছেন ঢাকাই সিনেমার অভিনেতা ওমর সানী। তাঁর দাবি, ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে সুলতান’স ডাইনকে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..