শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৪:০৩ অপরাহ্ন

আজও মাঠে থাকবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১৪ বার পঠিত
সারা দেশে বিএনপির মানববন্ধন কর্মসূচির দিন আজ শনিবারও মাঠে থাকবে আওয়ামী লীগ। দলের নেতারা জানিয়েছেন, বিএনপির নেতা-কর্মীরা দেশের কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করবেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
আরো পড়ুন:৩বছরের শিশুকে রেখে মায়ের রহস্যজনক মৃত্যু 

রাজধানী ঢাকায় দুটি শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ সকাল ১১টায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় বনানী সুপার মার্কেটের সামনে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের প্রতিটি থানা-ওয়ার্ডে নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ বিশৃঙ্খলা করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।ঢাকাসহ সারা দেশে জেলা ও মহানগরে শান্তি সমাবেশ করবে যুবলীগ। তবে ময়মনসিংহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা থাকায় ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর ও কিশোরগঞ্জ জেলায় যুবলীগের কর্মসূচি স্থগিত রাখা হয়েছে।আরো পড়ুন:ফুরফুরে মেজাজে থাকা সাকিব হঠাৎই ক্ষিপ্ত

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..