বুধবার, ০৭ জুন ২০২৩, ০৯:১৪ অপরাহ্ন

ফুরফুরে মেজাজে থাকা সাকিব হঠাৎই ক্ষিপ্ত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৩৫ বার পঠিত

গতকাল বৃহস্পতিবার (৯ মার্চ) ইংলিশদের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শেষে সাকিব একটি ক্লথিং ব্র্যান্ডের প্রচারণায় হাজির হয়েছিলেন। অনুষ্ঠান শেষে ওই প্রতিষ্ঠান থেকে সাকিব যখন বের হয়ে গাড়িতে উঠবেন, তখনই ঘটে এক অপ্রীতিকর ঘটনা। তাকে ঘিরে রাখা ক্রিকেটপ্রেমী ভক্তদের মধ্যে একজন তার মাথায় থাকা ক্যাপ কেড়ে নেওয়ার চেষ্টা করেন।

আরো পড়ুনতোর কিন্তু বল করতে হবে মামা

ভক্তের এমন কান্ডে ফুরফুরে মেজাজে থাকা সাকিব হঠাৎই ক্ষিপ্ত হয়ে নিজের মাথার ক্যাপ দিয়ে আঘাত করে বসেন সেই ভক্তকে। পরবর্তীতে ভিড় ঠেলে গাড়িতে উঠে দ্রুত স্থান ত্যাগ করতে দেখা যায় দেশসেরা এই অলরাউন্ডারকে।

ঘরের মাঠে টি-টোয়েন্টির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে অবিস্মরণীয় জয়ের গল্প লিখেছে শান্ত-মুস্তাফিজরা। তবে সাগরিকায় ম্যাচ শেষে এক অপ্রীতিকর ঘটনার জন্ম দিয়ে আবারও আলোচনায় এসেছেন বাংলাদেশ ক্রিকেটের বড় পোস্টার বয় সাকিব আল হাসান।

আারো পড়ুনএশিয়ার সবচেয়ে সম্পদশালী নারী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..