গাজীপুরের শ্রীপুরে ৩বছরের শিশুকে রেখে সাথী আক্তার নামের এক গৃহিনী মায়ের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে, গৃহিনীর স্বামীর স্বজনদের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু।
আরো পড়ুন: বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন
বৃহস্পতিবার রাতে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বিন্দুবাড়ি গ্রামের ডোয়াই বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।মারা যাওয়া সাথী আক্তার (২৫) নামের ওই গৃহিনী স্থানীয় কবির হোসেনের স্ত্রী। তাঁর পৈতৃক নিবাস রংপুর এলাকায়।
গৃহবধূর স্বামী কবির হোসেনের বরাত দিয়ে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, প্রায় ৫ বছর আগে কবিরের সাথে আনুষ্ঠিকভাবে বিয়ে হয় সাথী আক্তারের। তাদের দাম্পত্য জীবনে একটি ছেলে সন্তানের জন্ম হয়। গত ১ বছর আগে পাশ্ববর্তী নার্সারী মাঠ এলাকার হামিদা খাতুন নামের এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন কবির। দুই স্ত্রীকে নিয়ে একই বাড়িতে থাকতেন কবির। গত এক সপ্তাহ আগে দ্বিতীয় স্ত্রী বাপের বাড়ি চলে যান। গত রাতে ৩ বছরের শিশুপুত্র শাহাদাত হোসেন নিয়ে একই খাটে ঘুমিয়ে ছিলেন সাথী। রাত সাড়ে দশটার দিকে স্বামী কবির হোসেন কাজ শেষে বাড়িতে এসে দরজা খুলতে বললেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে দেওয়ালের ফাঁক দিয়ে দেখেন খাটে শিশুপত্র কাঁদছে এবং সাথী পাশে শুয়ে রয়েছেন। পরে পকেট ভেড়া ভেঙে ভেতর গিয়ে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। এসময় কবির আশপাশের লোকজনকে বিষয়টি জানালে তারা এসে লাশ ঘরের মেঝেতে রাখে।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান যায়যায়দিনকে বলেন, গৃহবধূর মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত পরে জানাতে পারবো।
আরো পড়ুন: মাদকবিরোধী অভিযানে ৩৬ জন আটক