আরো পড়ুন: ছয় দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করবেন আইনমন্ত্রী
ব্যস্ত পার্লামেন্টে ভাষণ দিতে উঠে ল্যাম্বার্ট তার প্রেমিকা নোয়া এরলিককে বলেন, ‘আমার মনে হয় এবার আমাদের বিয়ে করা উচিত।’ এমন প্রস্তাবে চেম্বারের দুই দিক করতালিতে ফেটে পড়ে।এর পরই ল্যাম্বার্টের বলেন, ‘আমি এই মুহূর্তে আংটিটা আনিনি। কেননা এখানে কোনো প্রপস আনার অনুমতি নেই। কিন্তু জিনিসটা গোপন জায়গায় সুরক্ষিত রয়েছে। রাতে ছেলেমেয়ে ঘুমিয়ে পড়ার পর আমাদের ক্লান্তিতে লুটিয়ে পড়ার মাঝখানের মিনিট দশেক সময়ের মধ্যেই ওটা বের করার একটা রোম্যান্টিক প্ল্যান রয়েছে আমার।’