শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৪:৫৩ অপরাহ্ন

হাতীবান্ধায় জাতীয় পতাকা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৩৭ বার পঠিত

লাললমনিরহাটের হাতীবান্ধায় জাতীয় পতাকা দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ৯ মার্চ মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নজরুল ইসলামের নেতৃত্বে স্থানীয় কয়েকজন মুক্তিযোদ্ধা হাতীবান্ধায় প্রথম পতাকা উত্তোলন করেছেন।

আরো পড়ুন:নিরাপত্তা হুমকি ইইউ মেনে নেবে না

এই দিনটিকে স্বরণীয় করতে প্রতি বছর স্থানীয়ভাবে দিবসটি পালিত হয়। এরই ধারাবাহিকতায় দিবসটি স্বরণীয় করে রাখতে বৃহস্পতিবার সকালে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন স্থানীয় শহীদ মিনারে পতাকা উত্তোলন করেন।

এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা নূরল আমিন, মতিয়ার রহমান, ওয়াজেদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক রোকনুজ্জামান সোহেল, সদস্য সচিব আবুল কালাম আজাদ, ইউপি সদস্য সেলিম রেজা, ক্রীড়া সংগঠক ওয়াহেদ মুরাদ লোটাস ও ১৯৭১ সালে পতাকা উত্তোলন করার সময় অংশগ্রহণকারী গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো পড়ুনআবারও খুলেছে আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..