কুমিল্লার দাউদকান্দিতে ৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। ল্যাপটপ বিতরণ পূর্বক আলোচনা সভায় দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া এমপি।
আরো পড়ুন: খালেদা জিয়ার ভাই তার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সুন্দলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ রওশন ফেরদৌসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড.কামালউদ্দীন আহমদ, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন, কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল মান্নান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম,সুন্দরপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম মিয়াজী,সাবেক চেয়ারম্যান মাসুদ আলম,সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ রাশেদুল ইসলাম সরকার লিপু।
এ সময় দাউদকান্দি পৌরসভার প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন,সাধারণ সম্পাদক মোঃ অলিউল্লাহসহ উপজেলার ৭৫টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: ছুটি নেওয়ার এক সৎ আবেদন