মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১০:৪৯ অপরাহ্ন

ছুটি নেওয়ার এক সৎ আবেদন

অনলাইন রিপোর্টার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২৮ বার পঠিত

ছুটি নেওয়ার এমন সৎ আবেদন দেখে আপ্লুত অশোকের উর্ধতন কর্তৃপক্ষ। তবে ১০ দিনের ছুটি দেওয়া সম্ভব হয়নি। স্ত্রী যেন রাগ না করেন, সেই কথা মাথায় রেখে অশোককে ৫ দিনের ছুটি দেন পুলিশ সুপার। স্বামী কম ছুটি পেলেন, সেই কারণে অশোকের স্ত্রী রেগে গিয়েছেন কিনা, তা অবশ্য জানা যায়নি!

আরো পড়ুনটি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম অর্ধশত শাহিন আফ্রিদির

জানা যায়, ২২ বছর পর আবদার করেছেন স্ত্রী। সেই অনুরোধ না রাখলে স্ত্রী খুব রেগে যাবেন। তাই ছুটি নেওয়াটা ভীষণ প্রয়োজন। ছুটির আবেদনপত্রে নিজের সমস্যার কথা সাফ তুলে ধরেছেন ভারতের উত্তরপ্রদেশের এক পুলিশ সদস্য।

এই আবেদন প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশ সদস্যের এমন সততায় মুগ্ধ নেটিজেনরা। খবর সংবাদ প্রতিদিনের

ঠিক কী লেখা হয়েছে ছুটির আবেদনে? অশোক কুমার নামে ওই পুলিশ পরিদর্শক বলেন, ‘গত ২২ বছর ধরে হোলির সময় আমার স্ত্রী একবারও বাপের বাড়ি যাননি। এতদিন পরে তিনি বাপের বাড়িতে গিয়ে হোলি উদযাপন করতে চেয়েছেন। শুধু তাই নয়, আমার স্ত্রী চান আমিও যেন তার সঙ্গেই হোলি উদযাপন করি। এই কথায় জেদ ধরে বসে আছেন আমার স্ত্রী।

নিজের অসহায় অবস্থার এই বর্ণনা দিয়ে অশোক জানান, অন্তত ১০ দিনের ছুটি তাঁর খুব দরকার। তা না হলে তিনি স্ত্রীর সঙ্গে যেতে পারবেন না। ফলে ভীষণ রেগে যাবেন। এই ছুটি পেলে তিনি খুবই উপকৃত হবেন বলেও চিঠিতে লিখেছেন অশোক।

আরো পড়ুনতেলের দাম বাড়ানোর ঘোষণা সৌদি আরবের

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..