মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:১০ অপরাহ্ন

শ্রীলঙ্কার মতোই গণ-অভ্যুত্থান হবে বাংলাদেশে:খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৯ বার পঠিত
শ্রীলঙ্কার মতোই বাংলাদেশে গণ-অভ্যুত্থান হবে বলে মন্তব্য করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘আমাদের মিটিং করতে দেয় না, আমাদের সমাবেশ করতে দেয় না। কেন? তাদের ভয়, আমরা নাকি সমবেত হলে বিস্ফোরণ হবে, ঢাকায় বিস্ফোরণ হবে।

আরো পড়ুনঅগ্নিপরীক্ষার সামনে পিএসজি

আজ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে নসরুল হামিদ মিলনায়তনে এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন। জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনাসভার আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘জনগণ প্রস্তুত। আজ হোক, কাল হোক এ দেশে বিস্ফোরণ হবে না, এই দেশে গণ-অভ্যুত্থান হবে। অতীতে পাকিস্তান আমলে অভ্যুত্থান করে আইয়ুব খানের মতো ক্ষমতাধর স্বৈরাচারকে বিদায় করেছে, এই বাংলাদেশে গণ-অভ্যুত্থানের মাধ্যমে এরশাদের মতো স্বৈরাচারকে বিদায় করেছে। আমাদের বিশ্বাস, এ দেশের মানুষ বারবার প্রমাণ করেছে জনগণের অভ্যুত্থানে এ দেশে স্বৈরাচার হটে যেতে বাধ্য হয়েছে। শ্রীলঙ্কা যদি পারে ইনশাআল্লাহ বাংলাদেশে অতি শিগগিরই সেদিন আসবে

সম্প্রতি সিদ্দিকবাজার ও পঞ্চগড়ের ঘটনা প্রসঙ্গে খন্দকার মোশাররফ বলেন, ‘গতকাল সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে ১৭ জন মানুষ মারা গেছে, অনেকে আহত। ঘটনা ঘটার পর সরকার বলে এটার মধ্যে বিএনপির সংশ্লিষ্টতা আছে। পঞ্চগড়ে একটি ধর্মীয় সম্প্রদায়ের ওপর আক্রমণ হয়েছে। রেলমন্ত্রী বলেন, এটার ভেতরে হয়তো বিএনপির হাত আছে।

তিনি বলেন, ‘ঢাকা শহরে কতটি বিস্ফোরণ হয়েছে। এই সরকারের কোনো মাথাব্যথা নেই। কারণ ওরা জনগণের প্রতিনিধি নয়। এই সরকারের অবহেলা ও তাদের ব্যর্থতার কারণে এসব বিস্ফোরণ, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। তাদের ব্যর্থতার কারণে ধর্মীয় সম্প্রদায়ের ওপর হামলা হয়, তাদের উসকানিতে এ ধরনের অপকর্ম ঘটানো হচ্ছে।

মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবের সভাপতিত্বে ও সদস্যসচিব আবদুর রহিমের সঞ্চালনায় আলোচনসভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, তাঁতী দলের আবুল কালাম আজাদসহ মৎস্যজীবী দলের নেতারা বক্তব্য রাখেন।

আরো পড়ুনকাল আওয়ামী লীগের যৌথসভা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..