মৌলভীবাজারের কমলগঞ্জের মুন্সিবাজার ভায়া মৌলভীবাজার সড়কের আতুরেরঘর নামক এলাকা থেকে এক রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ মার্চ) দিবাগত রাত ১টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। লাশটি রহিমপুর ইউনিয়নের বাবুর বাজার গ্রামের হুমায়ুন আহমেদ চৌধুরী ছেলে মোহাম্মদ রাহীন চৌধুরীর বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশের ধারণা, রাতে বাড়ি ফেরার পথে অজ্ঞাত কোনো যানবাহন তাকে চাপা দিয়েছে।
কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, শবে বরাতের রাতে রাস্তায় লোকচলাচল কম ছিল। ওই সুযোগে সড়ক দিয়ে যাবার সময় কোনো অজ্ঞাত গাড়ির চাপায় তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। শরীরে দুর্ঘটনার চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।