আরো পড়ুন: ৩ কলেজছাত্র গাড়িচাপায়
আইসিসি রিভিউয়ে পন্টিং বলেন, ‘হয়তো এখন একটু রান খরার মধ্য দিয়ে যাচ্ছে কোহলি। যতটা রান আমরা ওর থেকে আশা করেছিলাম, ততটা করতে পারছে না। কোহলি নিজেও সেটা জানে। আপনি নিজে যদি ব্যাটসম্যান হন আর যদি রান না পান, তা হলে সেটা নিজেই বুঝতে পারবেন। কোহলির রান না পাওয়া নিয়ে আমি অন্তত চিন্তিত নই। আমি নিশ্চিত, সে শিগগিরই রানে ফিরবে।