শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৩:০০ পূর্বাহ্ন

রানে ফিরবেন কোহলি: রিকি পন্টিং

অনলাইন রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৯ বার পঠিত
বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। সিরিজে ভারত এগিয়ে রয়েছে ২-১ ব্যবধানে। তবে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির। অজি কিংবদন্তি রিকি পন্টিংয়ের বিশ্বাস, দ্রুতই রানে ফিরবেন কোহলি।

আরো পড়ুন৩ কলেজছাত্র গাড়িচাপায়

আইসিসি রিভিউয়ে পন্টিং বলেন, ‘হয়তো এখন একটু রান খরার মধ্য দিয়ে যাচ্ছে কোহলি। যতটা রান আমরা ওর থেকে আশা করেছিলাম, ততটা করতে পারছে না। কোহলি নিজেও সেটা জানে। আপনি নিজে যদি ব্যাটসম্যান হন আর যদি রান না পান, তা হলে সেটা নিজেই বুঝতে পারবেন। কোহলির রান না পাওয়া নিয়ে আমি অন্তত চিন্তিত নই। আমি নিশ্চিত, সে শিগগিরই রানে ফিরবে।

সিরিজের তিন টেস্টেই দেখা গেছে স্পিনবান্ধব উইকেট। ব্যাটসম্যানরা বারবার ব্যর্থ হয়েছেন স্পিনারদের সামলাতে। তাই এই সিরিজে ব্যাটসম্যানদের খেলা দেখে তাঁদের মানের বিচার করতে চান না পন্টিং। তিনি বলেন, ‘এই সিরিজের ফর্ম দেখে আমি কোনো ব্যাটসম্যানকে মূল্যায়ন করতে চাই না। তিন টেস্টই ব্যাটসম্যানদের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছিল। শুধু বল ঘুরছে বলে নয়, উইকেটে অসমান বাউন্স রয়েছে। কোনো বল উঁচুতে উঠছে আর কোনো বল নিচু হয়ে যাচ্ছে। এতে করে উইকেটের আচরণ সম্পর্কে কোনো ধারণা করে উঠতে পারছে না ব্যাটসম্যানরা।

আরো পড়ুনফখরুল সাহেবকে প্রকাশ্যে ফোন করব আসুন আলোচনা করি:সেতুমন্ত্রী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..