রবিবার, ২৮ মে ২০২৩, ০৪:২৯ পূর্বাহ্ন

হবিগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২৮ বার পঠিত
হবিগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম তুফানের (২৪) পর স্বাধীন মিয়ারও (২৫) মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে নয়টার দিকে হবিগঞ্জ-লাখাই সড়কের মনতৈল এলাকায় এ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুফানের মৃত্যু হয়। আজ সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় স্বাধীন মিয়ার।আরো পড়ুনমালি গেছেন পুলিশের ১৪০ সদস্য

নিহত নজরুল ইসলাম তুফান লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র এবং স্বাধীন মিয়া একই গ্রামের সিরাজুল ইসলামের পুত্র। নিহত নজরুল ইন্টারনেট সেবা দাতা প্রতিষ্ঠান কার্নিভালে কর্মরত ছিলেন।

উপজেলার করাব গ্রামে কাজ শেষে বাড়ির দিকে ফেরার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। আহত স্বাধীন মিয়াকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।সংবাদ পেয়ে লাখাই থানার এসআই দেবাশীষ তালুকদারসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।লাখাই থানর ওসি নুনু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন

আরো পড়ুনঢাকা ও আইডিয়াল শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..