বুধবার, ০৭ জুন ২০২৩, ১০:৪০ অপরাহ্ন

আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

অনলাইন রিপোর্টার
  • আপডেট টাইম : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ২১ বার পঠিত

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় একটি তিনতলা ভবনে বিস্ফোরণে এখনো স্বাভাবিক হয়নি ওই এলাকা। ভয়াবহ এই বিস্ফোরণের রেশ না কাটতেই সায়েন্সল্যাব এলাকায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল।

আরো পড়ুনবিশ্বকাপে পরাজয়ের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলবে ব্রাজিল

রোববার (৫ মার্চ) দুপুর আড়াইটায় জাগো নিউজকে এ তথ্য জানান নিউমার্কেট থানার উপ-পরিদর্শক রায়হান সিরাজী।

সায়েন্সল্যাবে তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

তিনি বলেন, দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটে। এখনো শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে পুলিশ।

সায়েন্সল্যাবে তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

দুপুর ১টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত বলে জানা গেছে। বিকেল ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

এদিকে, সংঘর্ষে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তারা হলেন মো. তাহসিন (১৮), মো. বাইজিদ (১৮) ও মইনুল ইসলাম (১৮)। তারা সবাই ঢাকা কলেজের শিক্ষার্থী।

আরো পড়ুনশরীয়তপুরে বাণিজ্যিকভাবে মধু চাষ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..