মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১০:১৪ অপরাহ্ন

পিএসজিতে এমবাপের রেকর্ড

অনলাইন রিপোর্টার
  • আপডেট টাইম : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৩৬ বার পঠিত

গতরাতে লিগ ওয়ানের জমজমাট লড়াইয়ে নঁতের বিপক্ষে ৪-২ গোলে জয় পেয়েছে পিএসজি। শুরুতেই মেসির নৈপুণ্যে লিড পাওয়া ফরাসি চ্যাম্পিয়নরা ম্যাচের অন্তিম মুহূর্তে এমবাপের দৃষ্টিনন্দন গোলে নিশ্চিত জয় নিয়ে মাঠ ছাড়ে।

আরো পড়ুন:ছুরিকাঘাতে যুক্তরাষ্ট্রে তিন শিশু নিহত

নঁতের বিপক্ষে দারুণ এই গোল করে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির জার্সিতে ২০১তম গোলের দেখা পেয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। এর আগে ২০০ গোল নিয়ে এই রেকর্ডের শীর্ষে ছিলেন উরুগুইয়েন তারকা এডিনসন কাভানি।

অনন্য এই অর্জনে সতীর্থ লিওনেল মেসির অভিনন্দন পেয়েছেন এমবাপে। ইনস্টাগ্রামে এমবাপেকে নিয়ে ছবি শেয়ার করেছেন লিও। যেখানে তিনি লেখেছেন, ‘রেকর্ডের জন্য অভিনন্দন, এমবাপে।’ উল্লেখ্য, এতদিন পিএসজির হয়ে সর্বোচ্চ গোলের মালিক ছিলেন কাভানি। এর আগে ফরাসি ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা ছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ফরাসি ক্লাবটির হয়ে তার গোলসংখ্যা ১৫৬টি। এরপরের অবস্থানেই আছেন নেইমার। তার গোলসংখ্যা ১১৮টি।

এদিকে চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা লিওনেল মেসি নঁতের বিপক্ষে করেছেন তার পেশাদার ক্যারিয়ারের ৭৯৯তম গোল। অর্থাৎ আর মাত্র একটি গোল করলেই ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন এই বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন। তাছাড়াও গতরাতের খেলায় গোল করে ক্লাব ক্যারিয়ারে এক হাজার গোলে অবদান রাখার কীর্তি গড়েন ফুটবলের এই খুদে জাদুকর।

গতরাতে নঁতের বিপক্ষে এই জয়ে ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করল পিএসজি। আর এক ম্যাচ কম খেলে ৫২ পয়েন্ট টেবিলের দুইয়ে আছে অলিম্পিক মার্শেই।

আরো পড়ুনএসি বিস্ফোরণে দুই যুবক দগ্ধ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..