চট্টগ্রামের বাঁশখালীতে মাদক আস্তানায় অভিযান চালিয়ে চোলাই মদ, গাঁজা ও মাদক ব্যবসায় ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আরো পড়ুন: সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে মানববন্ধন ১১মার্চ
শুক্রবার রাত পৌনে ১২টা পর্যন্ত বাঁশখালী উপজেলার পশ্চিম নাপোড়া রুস্তম কাটা এলাকার মাদক ব্যবসায়ী নুর হোসেন কালুর বাড়িতে এ অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান অভিযানের নেতৃত্ব দেন।
অভিযানের সময় মাদক কারবারিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ১১৭ লিটার দেশীয় চোলাই মদ, গাঁজা সেবনের কল্কি এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোটরসাইকের জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, রুস্তম কাটা এলাকার অলি আহমদের ছেলে নুর হোসেন কালু এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। শুক্রবার দিনগত রাতে অভিযানের সময় কালু পালিয়ে যান। তার বসতঘর, গোয়ালঘর ও বাড়ির উঠান থেকে ১১৭ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে। তাকে ঘটনাস্থলে না পাওয়ায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।