বুধবার, ০৭ জুন ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন

মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে চুক্তি করলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ২৮ বার পঠিত

আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে চুক্তি করলেন সাকিব আল হাসান। আজ শনিবার সকালে মিরপুরের সিসিডিএম কার্যালয়ে এসে নিবন্ধন করেন তিনি।

আরো পড়ুনআ. লীগের সম্পাদক ডাবলুর অপসারণ দাবিতে মানববন্ধন

সাকিবকে দলে নেওয়া প্রসঙ্গে মোহামেডানের জ্যেষ্ঠ ক্লাব কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু বলেন, ‘মোহামেডান ঐতিহ্যবাহী দল। আমরা সবসময়ই ভালো দল গড়ার চেষ্টা করি। এবারও সাকিব-মাহমুদউল্লাহকে নিয়েছি। আশা করি সে আমাদের হয়ে খেলবে।’

মোহামেডান গত আসরেও সাকিবকে দলভুক্ত করেছিল। বিশ্বসেরা অলরাউন্ডার দলটির জার্সি উন্মোচন অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন। কিন্তু জাতীয় দল ও ব্যক্তিগত ব্যস্ততায় ঐতিহ্যবাহী ক্লাবটির হয়ে খেলা হয়নি। পরে লিজেন্ড অব রুপগঞ্জের জন্য তাকে ছেড়ে দেয় মোহামেডান।

আগামী ১৫ই মার্চ থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ।

আরো পড়ুনপদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের দাবি বাইকারদের

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..