চট্টগ্রামের লোহাগাড়ায় একটি বসতঘর থেকে দুটি দেশীয় তৈরি এলজি ও বিপুল পরিমাণ গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১ মার্চ) রাতে উপজেলার আমিরাবাদ ইউয়িনের মল্লিক ছোবহান নাথপাড়া থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
আরো পড়ুন: রাজপরিবারে বঞ্চনার কথা তুলে ধরেন: হ্যারি
পুলিশ জানায়, ঘটনার দিন রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান, এসআই যুযুত্সু যশ চাকমা, মো. নুরুন নবী ও সাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশ আমিরাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মল্লিক ছোবহান নাথপাড়ার বিশ্বজিৎ নাথ শিবুর ঘরে অভিযান চালায়। এ সময় তার মাটির তৈরি বসতঘরের দ্বিতীয় তলার মাচার ওপর থেকে দুটি দেশীয় তৈরি এলজি, ৯১ রাউন্ড রিভলবারের গুলি, ২৩ রাউন্ড কার্তুজ ও এক রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে পুলিশ।
এসব অস্ত্র ও গুলি নিজ হেফাজতে রাখার অপরাধে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আমিরাবাদের মল্লিক ছোবহান নাথপাড়ার মৃত সুনীল কুমার নাথের ছেলে বিশ্বজিৎ নাথ শিবু (৪৩), তার ছোট ভাই রাজীব নাথ (৩০), চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের পশ্চিম ষোলশহর নাজিরপাড়ার মানিক রঞ্জন নাথের ছেলে অভিরাম নাথ (৩১) ও কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারার রংমহল রিটা বড় বাড়ীর মিলন চন্দ্র নাথের ছেলে শংকর নাথ (৪৩)।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃত বিশ্বজিৎ নাথ শিবু এবং একই এলাকার তপন নাথদের মধ্যে গত কয়েক দিন ধরে জায়গাজমি নিয়ে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে তপন নাথদের ওপর হামলার জন্য এসব অস্ত্র-গুলি মজুদ করার কথা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা। তাদের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্র-গুলির বিষয়ে লোহাগাড়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে সকালে আদালতে পাঠানো হয়েছে।
আরো পড়ুন: ঘুমিয়ে থাকা মাকে কুপিয়ে হত্যা