বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন

নেত্রকোনায় ইমামকে চুরির অপবাদ

নেত্রকোনা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১১ বার পঠিত
নেত্রকোনার মদনে মসজিদের এক ইমামকে টিফিন বক্স চুরির অপবাদ দেওয়ায় দু’পক্ষের মাঝে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (০২ মার্চ) সকাল থেকে উপজেলার গোবিন্দশ্রী গ্রামে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মহড়া দিয়ে যাচ্ছেন। রক্তক্ষয়ী সংঘর্ষ ঠেকাতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।

আরো পড়ুন: ঘুমিয়ে থাকা মাকে কুপিয়ে হত্যা

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, তরিকুল ইসলাম নামের এক ব্যক্তি গোবিন্দশ্রী গ্রামের একটি মসজিদে ইমাম হিসেবে কর্মরত রয়েছেন। গত রবিবার মাদরাসার ছাত্রের একটি টিফিন বক্স চুরির অপবাদ দেওয়া হয় তাকে। এ নিয়ে এলাকায় সালিশ বৈঠক হলে মসজিদ কমিটির সভাপতি স্বপন মেম্বারের সঙ্গে মসজিদ কমিটির দায়িত্বে থাকা খাইরুল ইসলামের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। পরে দু’পক্ষের লোকজন সংঘর্ষের জড়িয়ে পড়লে অন্তত ২০ জন আহত হন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, মসজিদের ইমামকে টিফিন বক্স চুরির অপবাদ দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা রয়েছে। বৃহস্পতিবার দুই পক্ষ সংঘর্ষের প্রস্তুতি নিলে পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ নিয়ে পূর্বেও সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..