মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৮:৪২ পূর্বাহ্ন

ইবি ছাত্রীকে নির্যাতনের ঘটনায় প্রভোস্টকে বদলির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১৭ বার পঠিত

কুষ্টিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত অন্তরা, তাবাসসুম, মীম, উর্মি ও মোয়াবিয়াকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে প্রভোস্টকে হল থেকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন: ২ ভাইকে কুপিয়ে হত্যা ও অপর ভাইকে কুপিয়ে গুরুতর আহত

এছাড়াও ভুক্তভোগী শিক্ষার্থীকে আগামী তিন দিনের মধ্যে যে কোনো হলে সিট বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে পছন্দমতো যে কোনো সিট দিতে ও ক্লাসে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১ মার্চ) এ বিষয়ে এক আবেদনের শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালত বলেন, ছাত্র রাজনীতির গৌরবময় অধ্যায় নষ্ট করা হচ্ছে। ছাত্র রাজনীতি অনেকেই বুঝে না বুঝে নষ্ট করছে।

এ সময় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনাও স্মরণ করেন আদালত।

রিটকারী আইনজীবীর উদ্দেশে আদালত বলেন, ভুক্তভোগী ছাত্রীর কোনো সমস্যা দেখলেই সঙ্গে সঙ্গে আদালতকে অবহিত করবেন। মেনশন করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় রায় দেখে পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করবে, সময়ে সময়ে আমাদের আপডেট জানাবে।

আরো পড়ুন: নারায়ণগঞ্জে মিলে আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..