শরীয়তপুরের ভেদরগঞ্জে পাঠদান বন্ধ রেখে বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবক লীগ পৌর ও ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভেদরগঞ্জ হেডকোয়ার্টার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের কারণে বিদ্যালয় ও কলেজের পাঠদান বন্ধ রাখা হয়। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মনে চাপা ক্ষোভ বিরাজ করছে।
আরো পড়ুন: ঢাকায় পেীঁছালো আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী
জানা গেছে, ভেদরগঞ্জ হেডকোয়াটার পাইলট উচ্চ বিদ্যলয় ও কলেজে মাঠে মঙ্গলবার সকাল হতে নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। স্বেচ্ছাসেবক লীগের সস্মেলন করার জন্য প্যান্ডেলের সঙ্গে সেখানে ১০টি মাইক স্থাপন করা হয়। পরে বেলা ১১ টার দিকে সম্মেলন উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির মানব সম্পদ বিষযক সম্পাদক এম জুয়েল আহমেদ। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক।
সরেজমিনে দেখা গেছে, মাঠে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন চলছে অন্যদিকে চলছে রান্নার আয়োজন।
এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বললে তারা জানান, মাঠে কয়েকদিন পর পর বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের বিভিন্ন প্রোগ্রাম করা হয়। এতে পাঠদান বন্ধ থাকে এবং বিকট শব্দে পড়াশোনার ব্যাঘাত ঘটে।
এ ব্যাপারে ভেদরগঞ্জ হেডকোয়ার্টার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, মাইকের প্রচণ্ড শব্দের কারণে ক্লাশ করা সম্ভব হয়নি। আরো কিছু জানার থাকলে এমপি মহোদয়কে জিজ্ঞেস করুন।