বুধবার, ০৭ জুন ২০২৩, ০৮:৪৭ অপরাহ্ন

কথা বলার অধিকার হরণে নিবর্তনমূলক আইন করা হচ্ছে: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০ বার পঠিত

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, মানুষের কথা বলার অধিকার সীমিত করা হচ্ছে। কথা বলার অধিকার হরণে বিভিন্ন নিবর্তনমূলক আইন করা হয়েছে। কালো আইনের বেড়াজালে গণমাধ্যমের কণ্ঠ নিয়ন্ত্রণ করা হচ্ছে।

আরো পড়ুননির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে: তথ্যমন্ত্রী

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, রাষ্ট্র পরিচালনার বিষয়ে সাধারণ মানুষ সরকারের সমালোচনা করবে এবং মতামত দেবে এটাই স্বাভাবিক। আমরা দেশ ও মানুষের জন্য রাজনীতি করছি। ভয়ভীতি উপেক্ষা করে গণমানুষের কথা বলবো। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের প্রকৃত এজেন্ডা।

এদিন বীর মুক্তিযুদ্ধা মো. তৈয়বুর রহমানকে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, জাপা চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে কুমিল্লা সিটি করপোরেশন ৩ নম্বর ওয়ার্ডের সাবেক যুবলীগ নেতা আবু তালেব রিপন জাতীয় পার্টিতে যোগদান করেছেন।

আরো পড়ুন২০২২ সালের সেরা ফুটবলারের নাম ঘোষণা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..