মঙ্গলবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দৈনিক যায়যায়দিন ঘাটাইল প্রতিনিধি উত্তম কুমার আর্য্যর উপরে এমপি সমর্থিত ক্যাডার বাহিনীর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামালার ঘটনায় তিব্র নিন্দা জ্ঞাপন করেছেন ঘাটাইল প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ। ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তেরের ঘাটাইল প্রতিনিধি খান ফজলুর রহমানের সভাপতিত্বে নিন্দা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজ ঘাটাইল প্রতিনিধি রবিউল আলম বাদল, সহসভাপতি দৈনিক যায়যায়দিন ঘাটাইল প্রতিনিধি উত্তম কুমার আর্য্য,যুগ্ম সাধারণ সম্পাদক এশিয়ান টেলিভিশনের উত্তর টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল লতিফ, দৈনিক আলোকিত সকালের ঘাটাইল প্রতিনিধি হেলাল তালুকদার, আনন্দ টিভির ঘাটাইল প্রতিনিধি আবু মোঃ শোয়েব (ডন), দৈনিক আলোকিত সকালের ঘাটাইল প্রতিনিধি মোঃ হেলাল তালুকদার, দৈনিক আলোকিত বাংলাদেশ ঘাটাইল প্রতিনিধি রকিবুল হাসান, দৈনিক যুগধারা ঘাটাইল প্রতিনিধি নজরুল ইসলাম চাঁন,দৈনিক ভোরের পাতা ঘাটাইল প্রতিনিধি আল আমীন বিপ্লব,সাংবাদিক রফিকুল ইসলাম প্রমুখ।
আরো পড়ুন: কীভাবে বাচব ফিতনা থেকে
উল্লেখ্য সোমবার বিকাল ৩টায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দৈনিক যায়যায়দিন ঘাটাইল প্রতিনিধি উত্তম কুমার আর্য্যর উপরে হামলা করে এমপি সমর্থিত ক্যাডার বাহিনী।এত ঢাকা ময়মনসিংহ মহা সড়ক দুই ঘন্টা যান চলা চল বন্ধ থাকে।সরেজমিনে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় উপজেলা আওয়ামীলীগের আওয়ামীলীগের কমিটি বাতিলের দাবীতে রোববার উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবুর বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল বের করে পদ বঞ্চিত আওয়ামীলীগের তৃনমুল নেতাকর্মী। এর ধারা বাহিকতায় সোমবার উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু পুর্ব নির্ধারিত বিক্ষোভ মিছিলের ডাক দেয়। পরে এমপি সমর্থিত ক্যাডার বাহিনী দেশীয় অস্ত্রসস্ত্র সজ্জিত হয়ে কলেজ মোড়ে অবস্থান নেওয়া সময় কলেজ মোড় চত্বরে দৈনিক যায়যায়দিন ঘাটাইল প্রতিনিধি উত্তম কুমার আর্য্য নিউজ সংগ্রহের জন্য দাড়িয়ে থাকলে কোন কিছু না জিজ্ঞেস করে তার উপর ঝাপিয়ে পড়ে রাম দা দিয়ে তিন বার আঘাত করে পরে হাতুরি দিয়ে পিছনে আঘাত করলে আহত হয়।
আরো পড়ুন: নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসলাইনে বিস্ফোরণে একজনের মৃত্যু