কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’ প্যানেলের ভরাডুবি হয়েছে। ভোটে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ‘আইনজীবী ঐক্য পরিষদ’ প্যানেলের সভাপতিসহ ১৩ পদে বিজয় হয়েছে।
আরো পড়ুন: ধর্মীয় অনুভূতিতে আঘাত, শিক্ষকের বাড়িতে হামলা, ভাঙচুর
অন্যদিকে আওয়ামীপন্থি নেতৃত্বাধীন ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’ প্যানেলের সাধারণ সম্পাদকসহ মাত্র ৪ জন নির্বাচিত হয়েছে। সমিতির ১৭টি পদে প্রতিদ্বন্দি¦তা করেন দুই প্যানেলের ৩৪ জন প্রার্থী।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দুটি কেন্দ্রে টানা ভোটগ্রহণ শেষে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী মোহাম্মদ বারেক শনিবার রাত সাড়ে ১০টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন।
নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী মোহাম্মদ বারেক জানান, ১৭ জন নির্বাচিত হলেও জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটি ২০ জনের। নবনির্বাচিতরা পরে চকরিয়া, মহেশখালী ও কুতুবদিয়া চৌকি আইনজীবী সমিতি থেকে ৩ জন সদস্য কো-আপ করবেন। তিনি জানান, ৮৫২ জন ভোটারের মধ্যে ৭৮৬ জন তাদের ভোট প্রয়োগ করেছেন।
জানা গেছে, বিএনপি-জমায়াত নেতৃত্বাধীন ‘আইনজীবী ঐক্য পরিষদ’ প্যানেল থেকে ১৩ জন নির্বাচিত হয়েছেন ।
নির্বাচিতরা হলেন, সভাপতি পদে৩৯১ ভোট পেয়ে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো কাসেম আলী, সহ-সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) অ্যাডভোকেট মো মাহবুবুল আলম টিপু, পাঠাগার ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শাহীন, নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট মো তৌহিদুল আনোয়ার, অ্যাডভোকেট আব্দুল্লাহ, অ্যাডভোকেট মোশতাক আহমদ চৌধুরী, অ্যাডভোকেট আমির হোসেন (২), অ্যাডভোকেট এম এম ইমরুল শরীফ, অ্যাডভোকেট শওকত ওসমান, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম (৪) ও অ্যাডভোকেট মো জসিম উদ্দিন।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’ প্যানেল থেকে নির্বাচিতরা হলেন, সাধারণ সম্পাদক পদে ৪৪৯ ভোট পেয়ে অ্যাডভোকেট মোহাম্মদ তারেক, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) পদে অ্যাডভোকেট নুরুল ইসলাম সায়েম, আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট ফরহাদ আহমদ, নির্বাহী সদস্যের পদে অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক।
আরো পড়ুন: যে ৫ উপায়ে বাচা যায় ফিতনা থেকে