ওয়ানডে দিয়েই শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ। আগামী ১ মার্চ প্রথম ওয়ানডে। দ্বিতীয় ম্যাচ ৩ মার্চ। প্রথম দুটি ওয়ানডে হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এরপর ৬ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় ওয়ানডে। একই ভেন্যুতে ৯ মার্চ প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এরপর ১২ আর ১৪ মার্চ মিরপুর শেরেবাংলায় হবে বাকি দুটি ম্যাচ।