রং-বেরঙের ব্যানার নিয়ে বাজনা বাজিয়ে বিভিন্ন বয়সের নারী-পুরুষ জনসভায় যোগ দেন। বাসন্তী রঙের শাড়ি ও সাদা টি-শার্ট পরে মিছিল নিয়ে নারী-পুরুষদের জনসভাস্থলে আসার দৃশ্য ছিল চোখে পড়ার মতো।
রং-বেরঙের ব্যানার নিয়ে বাজনা বাজিয়ে বিভিন্ন বয়সের নারী-পুরুষ জনসভায় যোগ দেন। বাসন্তী রঙের শাড়ি ও সাদা টি-শার্ট পরে মিছিল নিয়ে নারী-পুরুষদের জনসভাস্থলে আসার দৃশ্য ছিল চোখে পড়ার মতো।
জনসভায় আগত পাকড়পাড়া গ্রামের অশীতিপর বৃদ্ধা সুমিত্রা ওঝা বলেন, ‘আজকে তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আমাদের মা (শেখ হাসিনা) আসছেন। মাকে একনজর দেখতে ও তাঁর মুখের কথা শোনার জন্য ভোরবেলায় এখানে চলে এসেছি।’