মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১০:৫০ অপরাহ্ন

ব্যক্তিগত তহবিল থেকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন মতিয়া চৌধুরী এমপি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯ বার পঠিত

সাবেক কৃষিমন্ত্রী, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশের চেহারা বদলিয়ে দিচ্ছেন”। আমাদের মেট্রোরেল হয়েছে, মাটির নিচ দিয়ে টানেল হচ্ছে। সারাদেশের মানুষ আজ সেগুলো দেখতে যাচ্ছে।

আরো পড়ুন: চট্টগ্রামে ১ লাখ ৬০হাজার পিস ইয়াবা আটক

আজ (২৪ ফেব্রুয়ারী) শুক্রবার সকালে শেরপুরের নকলার উরফা ইউনিয়নের বারমাইসা দাখিল মাদরাসা মাঠে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টপ-টেন শিক্ষার্থীদের মাঝে কম্বল বিরতণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ মাহমুদসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন মতিয়া চৌধুরী নকলা উপজেলার একটি ইউনিয়ন, নালিতাবাড়ী উপজেলার বারটি ইউনিয়ন ও একটি পৌরসভার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টপটেন ও ইবতেদায়ী মাদরাসার দ্বিতীয় শ্রেনির টপটেন শিক্ষার্থীদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।

আরো পড়ুন: নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..