বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১১:১৭ পূর্বাহ্ন

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫ বার পঠিত
রাজধানীর গেণ্ডারিয়া মিলব্যারাক পুলিশ লাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে বিপুল রায় (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে।আরো পড়ুন: বড় দুই দলের রাজনৈতিক অবস্থান বিপজ্জনক: সিইসি

জানা গেছে, নিহত বিপুল কুড়িগ্রাম সদর উপজেলার মালভাঙ্গা গ্রামের বাসিন্দা। কাজের সূত্রে বর্তমানে গেণ্ডারিয়া মিলব্যারাকের নির্মাণাধীন ভবনে থাকতেন।

বিপুল রায়কে হাসপাতালে নিয়ে যাওয়া মমিন ও দিলীপ রায় জানান, বিপুল রায় পেশায় একজন রাজমিস্ত্রি। নির্মাণাধীন ২০ তলা ভবনের ছয়তলায় ইট গাথার কাজ করছিলেন তিনি। সকাল আনুমানিক ৯টার দিকে অসাবধানতাবশত তিনি ওপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সকাল ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

আরো পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে সৌরভ গাঙ্গুলীর সাক্ষাৎ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..