চট্টগ্রামের লোহাগাড়ায় ২ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১ লাখ ৬০হাজার পিস ইয়াবা, একটি রিভলবার ও ৪০ রাউন্ড কার্তুজসহ কার্গো ট্রাকের চালক ও হেলপারসহ ২জনকে আটক করা হয়। আটককৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪কোটি ৮০ লাখ টাকা। আটককৃতরা হল ময়মনসিংহ তারাকান্দা চরপাড়া এলাকার নুর উদ্দিনের পুত্র ফরিদ মিয়া(২৫) এবং জোরালগঞ্জ সোনাপাহাড় এলাকার মৃত সমশুল হকের পুত্র নুর হোসেন সবুজ(২৭)।
আরো পড়ুন: ফসল ফলানোয় লজ্জার কিছু নেই : প্রধানমন্ত্রী
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে থানার এসআই মাহফুজুর রহমানের নেতৃত্ব পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমূখী কার্গো ট্রাক(যাহার রেজিঃ নং ঢাকা-মেট্টো-ট-১৩-০২৯৪) তল্লাশি চালিয়ে মোট ১ লাখ ৬০হাজার পিস ইয়াবা, একটি রিভলবার ও ৪০ রাউন্ড কার্তুজসহ কার্গো ট্রাকের চালক ও হেলপারসহ ২জনকে আটক করা হয়।জব্দ কৃত ইয়াবাগুলোর আনুমানিক মুল্য ৪ কোটি ৮০ লাখ টাকা।
আটককৃতদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।
আরো পড়ুন: সরকার পতনে বিএনপির নতুন কর্মসূচি আসছে